ইমাম আবু হানিফা একবার হজ্বের সফরে একজন নাপিতের সাক্ষাৎ পেয়েছিলেন। নাপিতের জানাশোনা দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, এতকিছু কোত্থেকে জানলে? নাপিত জবাব দিয়েছিল, আমি আতা ইবনু আবি রবাহর কাছ থেকে এসব জেনেছি।
ইমাম আহমাদ ইবনু হাম্বল বলেন, ইলমের ভান্ডার আল্লাহ তাকেই দেন, যাকে তিনি ভালোবাসেন। যদি ইলম কোনো ব্যক্তি বা পদের সাথে সম্পর্কিত হতো তাহলে উঁচু বংশের লোকেরাই ইলম পেত। কিন্তু আতা একজন হাবশী গোলাম ছিলেন (তবুও আল্লাহ তাঁকে ইলম দান করেছেন)
আতা রহ. বেশির ভাগ সময় চুপ থাকতেন। অনর্থক কথাবার্তা বা হাসিঠাট্টা করতেন না। দরসের বাইরে অন্য সময় যিকিরে ব্যস্ত থাকতেন। কেউ কোনো প্রশ্ন করলে জবাব দিতেন, এরপর আবার যিকির শুরু করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত যাহেদ একজন মানুষ। বাড়তি সম্পদের কোনো মোহ তাঁর মধ্যে ছিল না। সামান্য যা আয় ছিল তা নিয়েই সন্তুষ্ট ছিলেন। হাতে যা অর্থ জমা থাকত দান করে দিতেন। পিতামাতার ইন্তেকালের পর থেকে সারা জীবন তিনি মিসকিনদের আহার করিয়েছেন।
ইবাদতের ক্ষেত্রেও আতা ছিলেন অন্যদের চেয়ে এগিয়ে। টানা বিশ বছর তিনি রাত কাটিয়েছেন মসজিদেই। প্রতিদিন তাহাজ্জুদে প্রায় দুই শ আয়াত তিলাওয়াত করতেন। যেহেতু মক্কায় বসবাস করতেন তাই প্রতিবছরই হজ্ব করতেন। ইবনু আবি লাইলার মতে তিনি ৭০ বার হজ্ব করেছিলেন। যেকোনো বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে তাঁর মধ্যে কোনো গড়িমসি ছিল না। ইমাম শাফেয়ী বলেন, তাবিয়ীদের মধ্যে আতা রহ. ছিলেন হাদীসের সবচেয়ে বেশি অনুসরণকারী।
.
বইয়ের নাম: সালাফের জীবন থেকে
লেখক: ইমরান রাইহান
প্রকাশনী: উমেদ প্রকাশ
পৃষ্ঠা: ১৯২
কভার: পেপারব্যাক
সালাফের জীবন থেকে
৳ 300.00 ৳ 222.00
Description
Author
Author
ইমরান রাইহান (Imran Raihan)
Publisher
Publisher
উমেদ প্রকাশ (Umed Prokash)
Reviews (0)
Be the first to review “সালাফের জীবন থেকে” Cancel reply
Reviews
There are no reviews yet.