“শুধু খাই খাই” কথাটা শুনতে আমাদের নিশ্চয়ই কারোই পছন্দ না। কিন্তু তিক্ত হলেও সত্য আমাদের প্রায় সবার বর্তমান অবস্থাই এমন! আমরা এখন আর বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি! ভোরের আলোয় নতুন দিনের শুরু থেকেই শুরু হয়ে যায় আমাদের কি খাব, কি রান্না করবো, কোথায় খেতে যাওয়া যায়, এটা খেতে ইচ্ছে করছে, সে রেস্টুরেন্টে খাওয়া হয় নাই ইত্যাদি শুধু খাবার নিয়েই চিন্তা। ইদানিং অনেক কেই বলতে শুনি মন খারাপ হলে তাঁরা অধিক খাওয়া দাওয়া শুরু করে দেন। কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হয়েছে বিপদে বা খারাপ সময় গুলোতে আমরা যেন দান সাদকার পরিমাণ বাড়িয়ে দেই। আমাদের মুসলিম জাতির বর্তমান দুনিয়ার প্রতি মোহে ডুবে থাকা অবস্থার মধ্যে “সালাফদের ক্ষুধা” বইটি অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের আদর্শ রাসূলুল্লাহ (সাঃ) এবং সালাফরা কতটুকু আহার করতেন, কিছু খেতে ইচ্ছে হলে সেটা খাওয়া কে অপচয় মনে করতেন, তাদের খাদ্যভাস সে সব সম্পর্কে জানিয়ে দিতে বইটি আমাদের বর্তমান যুগে আমার কাছে সতর্ক বার্তা বলা যায়। আলহামদুল্লিল্লাহ।
সেই সাথে দ্বীনের পথে হেঁটে চলা ভাই-বোনদের সালাফদের জীবনদর্শন আরো অনুপ্রাণিত করবে ইন শাহ আল্লাহ।
আল্লাহ তা’লা যেন যার থেকে বইটি হাদিয়া হিসেবে আমার কাছে পৌছালো তাঁকে এবং বইটির সাথে সংযুক্ত সকল কে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন, আমীন।
.
বইয়ের নাম – সালাফদের ক্ষুধা
লেখক – ইমাম ইবনু আবিদ দুনইয়া
অনুবাদক – মাসউদ আলিমী
প্রকাশনী – সীরাত পাবলিকেশন
পৃষ্ঠা – ১৪৪ পৃষ্ঠা
কভার – পেপার ব্যাক কভার
বিষয় -ইবাদত, আত্মশুদ্ধি, অনুপ্রেরণা, যুহদ
Reviews
There are no reviews yet.