কা’বার হাতিমের কাছে বসে ছিলো উমায়র ইবন ওয়াহাব। সাথে সাফওয়ান ইবন উমাইয়া – মক্কার আরেক বড় কুরাঈশ নেতার সন্তান। বদরের যুদ্ধে নিহতদের কথা স্মরণ করে বললোঃ “এরা মারা যাবার পর আর বেঁচে থাকার কোনো সার্থকতা নেই।”
উমায়র বললোঃ “আল্লাহর শপথ! তুমি সত্যই বলেছ। আল্লাহর কসম! আমি যদি ঋণী না হতাম, যা আদায়ের কোন পথ আমার কাছে নেই, আর আমার সন্তানগুলাে যদি না থাকত, যাদের আমার পর ধ্বংস হয়ে যাওয়ার আশংকা করছি, তবে আমি অবশ্যই গিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলতাম। আরাে কারণ হল আমার ছেলে তাদের হাতে বন্দী রয়েছে।”
.
সাফওয়ান সুযোগ বুঝে বললোঃ “তোমার ঋণের দায়িত্ব আমার, আমি তা পরিশোধ করবো। তোমার সন্তানরা আমার সন্তানদের সাথে থাকবে। যতদিন তারা বেঁচে থাকবে, আমি তাদের সাহায্য করবো। এমনটি হবে না যে, কোনো কিছু আমার রয়েছে আর তারা পায়নি।
তখন উমায়র তাকে বললঃ তবে তুমি আমাদের এ (আলাপের) বিষয়টা গোপন রাখো!
সাফওয়ান বললোঃ তাই করবো!
.
সাফওয়ান তখনই তরবারিতে ধার দিলো এবং তাতে বিষ মাখিয়ে উমায়রকে দিয়ে দিলো। উমায়র মদীনায় গিয়ে উপস্থিত হলো এবং মসজিদে নববীর দরজায় গিয়ে উটকে বসিয়ে দিলো।
উমার(রা.) উমায়রকে দেখামাত্র বুঝে ফেললেন, এ কোন অপবিত্র উদ্দেশ্য নিয়ে এসেছে। তৎক্ষণাৎ হযরত উমর (রা) তার তরবারির খাপ ছিনিয়ে নিলেন এবং তাকে পাকড়াও করে নবী(ﷺ)-এর সামনে হাজির করলেন।
রাসূলুল্লাহ(ﷺ) উমার(রা.)-কে বললেন, “ওকে ছেড়ে দাও।” আর উমায়রকে জিজ্ঞেস করলেন, “কেন এসেছো?”
উমায়র বললো, “আমাদের বন্দীদের ছাড়িয়ে নিতে এসেছি।”
তিনি বললেন, “সত্যি করে বলো, তুমি কি কেবল এ উদ্দেশ্যেই এসেছো? সত্যি করে বলো দেখি, তুমি এবং সাফওয়ান হাতিমে বসে কী পরামর্শ করেছিলে?”
উমায়র ঘাবড়ে গিয়ে বললো, “আমি আবার কী পরামর্শ করেছিলাম!”
তিনি [নবী(ﷺ)] বললেন, “তুমি এ শর্তে আমাকে হত্যার দায়িত্ব গ্রহণ করেছিলে যে, সাফওয়ান তোমার সন্তান-সন্তুতির দেখাশোনা করবে এবং তোমার ঋণ পরিশোধ করে দেবে।
.
উমায়র বললোঃ
اشهد انك رسول الله – ان هذا الحديث كان بيني وبين صفوان في الحجر لم يطلع عليه احد غيري وغيره فاخبرك به فامنت بالله ورسوله
“আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এ ঘটনা তো সাফওয়ান ও আমি ছাড়া আর কেউই জানতো না! কাজেই আল্লাহই আপনাকে এ খবর দিয়েছেন। আমি আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনলাম।”
অন্ধকার থেকে আলোতে ৩
৳ 267.00 ৳ 195.00
শারঈ সম্পাদনা- মুফতী আবদুর রহমান
পৃষ্ঠা ১৮৪
Description
Author
Author
মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার
Publisher
Publisher
সন্দীপন প্রকাশন (Sondipon Prokashon)
Reviews (0)
Be the first to review “অন্ধকার থেকে আলোতে ৩” Cancel reply
Reviews
There are no reviews yet.