আল্লাহর ওলী হওয়ার পাঁচ পদ্ধতি
হযরত শায়েখ তার বয়ানের শেষপ্রান্তে উলামায়ে কেরামকে সম্বোধন করে বলেন, আমার গোটা জীবনের সারাংশ হলো, পাঁচ কাজ করো, আল্লাহর ওলী হয়ে যাবে ৷ আমি উলামায়ে কেরামের মনে রাখার সুবিধার্থে সেগুলোকে আরবী ব্যাকরণের باب مفاعلة এর ওজনে যূথবদ্ধ করেছি –
১৷ আল্লাহওয়ালাদের মুহাসাবাত তথা সংস্পর্শ ৷
২৷ আল্লাহর যিকিরের মুদাওয়ামাত তথা নিয়মানুবর্তিতা ৷
৩৷ গুনাহ থেকে মুহাফাযাত তথা আত্মসংবরণ ৷
৪৷ গুনাহের উপকরণ থেকে মুবাআদাত তথা দূরত্ব অবলম্বন ৷
৫৷ সুন্নতের উপর মুওয়াযাবাত তথা ধারাবাহিক আমল করা ৷
বয়ান শেষ হতে হতে একটা বেজে যায় ৷ সবশেষে হযরত দুআ করেন যে, হে আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনার ওলী বানিয়ে দিন ৷ আমরা যদি ওলী হতে নাও চাই তারপরও আপনি ওলী বানিয়ে দেন ৷ শিশু যখন দৌড়ে পালাতে চায়, তখন মা জোরপূর্বক তাকে ধরে এনে কোলে তুলে নেয় ৷ আমরা নালায়েক ও নির্বোধ ৷ আপনি আমাদেরকেও আপনার রহমতের কোলে তুলে নেন ৷ আমাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেন ৷
– আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকীম মুহাম্মাদ আখতার রহ. এর রেঙ্গুন সফরনামা (১৪ – ২২ ফেব্রুয়ারি ১৯৯৮) – করাচির হযরতের রেঙ্গুন সফর (পৃ: ৮১), মাকতাবাতুল ফুরকান ৷
(মুসলিম পাঠক)
.
বইয়ের নাম: করাচির হযরতের রেঙ্গুন সফর
লেখক: মাওলানা জলীল আহমাদ আখোন
প্রকাশনী: মাকতাবাতুল ফুরকান
পৃষ্ঠা: ১৬০
কভার: হার্ডকভার
Reviews
There are no reviews yet.