একজন সৎ ও যোগ্য নেতৃত্বের উপর দেশ ও জাতির সফলতা নির্ভর করে। নেতৃত্ব যদি সৎ হয় তাহলে তাহলে দেশ ও জাতির সর্বত্রই নৈতিকতার ছোয়ায় সফলতা বিরাজমান থাকে আর নেতৃত্ব যদি অসৎ প্রবন হয় তাহলে সে সমাজ, দেশ পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে যায়। তাই বলা যায় দুনিয়াবী লোভ লালসা ক্ষমতায় যে নেতৃত্ব মশগুল তারা কখনো একটি সুন্দর সমাজ বা দেশ উপহার দিতে পারেনা। এটা শুধুমাত্র সম্ভব ইসলামী নেতৃত্বের মাধ্যমে যাদের অন্তরে আছে আল্লাহর ভয় সদাজাগ্রত। এমন নেতৃত্বের গুনাবলি বইটিতে উঠে এসেছে।
– পাঠক
Reviews
There are no reviews yet.