প্রত্যেক আদম সন্তান গুনাহগার। আমাদের জীবনের চলার পথে শয়তানের প্ররোচনায় ইচ্ছা-অনিচ্ছায় অনেক গুনাহ সংঘটিত হয়ে যায়। এর মধ্যে কিছু বড় গুনাহ থকে, যা তওবা ছাড়া মাফ হয় না। কিছু গুনাহ এমন রয়েছে, যা আল্লাহ তায়ালা তওবা- ইস্তিগফার ছাড়া বান্দার নেক আমলের মাধ্যমে মাফ করে দেন। হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ [সা.] বলেন,” আমি কি তোমাদের এমন পথ দেখিয়ে দেবো, যার দ্বারা আল্লাহ তায়ালা তোমাদের গুনাহ ক্ষ্মা করে দেবেন এবং আখিরাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন?” সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই দেখিয়ে দিন হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ [সা.] বললেন,” কষ্টের সময় ভালোভাবে ওযু করা, বেশি বেশি মসজিদ গমন করা, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা।” -[জামে তিরমিজি-৫১]। গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তায়ালা অসংখ্যা পথ খুলে দিয়েছেন তাঁর বান্দাকে। বান্দার প্রতি আল্লাহর রহমত ও ভালোবাসা অসীম। যে কোনো অজুহাতে তিনি চান তাঁর বান্দা ক্ষমা পেয়ে যাক।
বইয়ের নাম – গুনাহ মাফের আমল
লেখক – ড. সায়্যিদ বিন হুসাইন আফফানী
অনুবাদক – মুজাহিদুল ইসলাম মাইমুন
সম্পাদক – আবদুল্লাহ আল মাসউদ
প্রকাশনী – মাকতাবাতুল আসলাফ
পৃষ্ঠা – ১০৪
কভার – পেপারব্যাক
বিষয় – তাযকিয়া
Reviews
There are no reviews yet.