একজন মুসলিমের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার ঈমান। অথচ সাধারণ মুসলিমরা ঈমান নিয়ে খুব কমই আলোচনা করে। এটি স্বতঃসিদ্ধ যে, মানুষের ঈমান বাড়ে-কমে। ঈমান নিয়ে চর্চা করা না হলে স্বভাবতই এর মান কমতে থাকে। অনেক মুসলিম তার কথা ও কাজে ঈমানের ক্ষতি করছে, অথচ এ বিষয়ে তার কোনো জ্ঞান নেই। বর্তমানে মুসলিম জাতির অধঃপতনের ক্ষেত্রে এটি একটি বড় কারণ। সমাজে মুসলিম নামধারী মানুষের সংখ্যা বেশি হলেও ইসলামী রীতিতে অভ্যস্ত মানুষের সংখ্যা খুবই কম। অন্তরের বিশ্বাসই ব্যক্তির কর্মকা-ে প্রকাশ পায়। এ বিশ্বাস যখন একান্তভাবে জাগতিক হয়ে ওঠে, তখন ঈমান দুর্বল হয়ে পড়ে; ঐশী নির্দেশনার প্রতি মানুষ উদাসীন হয়ে যায়। সমাজে সৃষ্টি হয় বিশৃঙ্খলার―মুসলিমরাই মুসলিমদের শত্রু হয়ে ওঠে। এজন্য ঈমানকে দৃঢ় করা প্রতিটি মুসলিমের জন্যই অপরিহার্য। আর এ উদ্দেশ্যেই গ্রন্থটি রচনা করা হয়েছে।
একজন মুসলিমের ঈমান গ্রন্থটিতে ঈমানের আবশ্যকীয় বিষয়াদি বর্ণনা করা হয়েছে। লেখক ঈমানের প্রতিটি বিষয়েই কুরআন থেকে উদ্ধৃতি দিয়েছেন, এনেছেন হাদীসের ভাষ্যও। আর তা সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। আশা করা যায়, গ্রন্থটি থেকে মুসলিম-অমুসলিম সকলেই উপকৃত হবেন।
Reviews
There are no reviews yet.