ভোর হয়েছে। পাখিদের কলরবে মুখরিত চারদিক। ফুলের কলিতে হিমেল হাওয়ার দোল লেগেছে। ক্ষেতে সোনারং ধানের শীষে চিকচিক করছে সকালের মৃদু আলো। কৃষক বেরিয়ে পড়েছে মাঠের পথে। মায়েরা উঠোনে শুকাতে দিচ্ছে গতদিনের ধান। সূর্য এখন গাছের ডগায়। তাপ বাড়তে শুরু করেছে। বাচ্চারা স্কুলব্যাগ কাঁধে চাপিয়ে ছুটছে বিদ্যাপিঠের দিকে। শহুরে মানুষ ছুটছে অফিসে, আদালতে। এভাবে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল নেমে এসেছে দুনিয়ায়। কৃষক ঘরে ফিরে যাচ্ছে, মায়েরা হাঁস-মুরগিদের তুলে দিচ্ছে খুপরিতে। পাড়ার ছেলেরা খেলা থামিয়ে নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছে। অফিসশেষের বাসের জন্য অপেক্ষা করছে শহুরে চাকুরেরা। পশ্চিমে ঢলে পড়েছে সূর্য। এক হাত নিচে নেমে গেলেই অন্ধকার গ্রাস করবে পৃথিবীর বুকে। ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছে চারিদিক। শুধু ব্যথাতুর সুরে মুয়াজ্জিন ডাকছে হাইয়্যা আলাস সালাহ, হাইয়্যা আলাল ফালাহ…
.
মানুষের জীবন তো একটি দিনের মতোই। জন্ম থেকে মৃত্যু যেন একটি আস্ত দিনের প্রতিবিম্ব। এবং দিনের মতোই একটি মানুষের জন্মের মাধ্যমে উদিত হয় তার জীবনসূর্য। একটু একটু করে আলো ছড়ায়। ধীরে ধীরে আলো ম্লান হয়ে ডুবে যায় সূর্য। সকাল গড়িয়ে দুপুর, শৈশব পেরিয়ে যৌবন; দুপুর গড়িয়ে বিকাল, যৌবন পেরিয়ে প্রৌঢ়ত্ব; বিকাল গড়িয়ে সন্ধ্যা, প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্য—এ যেন অমোঘ এক রীতি। এরপর নেমে আসে রাত, মানে জীবনের সমাপ্তি ঘটে দিনের মতোই।
.
সূর্য ডুবে যাবার আগে অর্থাৎ বেলা ফুরাবার আগেই আমাদের গোটা দিনের কাজ শেষ করে রাখতে হয়। তবেই না দিনশেষে নিশ্চিন্তে ঘুমানো যায় এক মহাতৃপ্তির ঘুম। ঠিক একইভাবে মানবজীবনকে ইসলামের মাপকাঠিতে যাচাই করে নিয়ে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কাটাতে পারলে, ওপারের দুনিয়ায় মিলে যেতে পারে অপার সুখের আবাস, পরম তৃপ্তির বাসস্থান জান্নাত।
.
আরিফ আজাদ প্রণিত ‘বেলা ফুরাবার আগে’ বইটি আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়—বেলা শেষ হওয়ার আগে এখনো বহু কাজ বাকি। গোয়ালে গরু তোলা হয়নি, খুপরিতে তোলা হয়নি হাঁস-মুরগি, বাচ্চাদের খেলার মাঠ থেকে ফিরিয়ে আনা চাই সন্ধ্যা হওয়ার আগেই। নাহলে গরু চুরি যাবার ভয় আছে, হাসঁ-মুরগি যাবে শেয়ালের পেটে, বাচ্চাদের হতে পারে অজানা অনিষ্ট। বইটি মূলত আমাদের জীবনপ্রদীপ নেভার আগেই স্মরণ করিয়ে দিতে চায়—আসলে দুঃখ করে লাভ নেই, আজ ঠিক এক্ষুনি হারাম সম্পর্কের যবনিকাপাত ঘটানো চাই, সালাতে মন বসাতে হবে, ফযর কাযা করা চলবে না, চোখের রোগ থেকে সাবধান, তুলি দুই হাত করি মোনাজাত। আর হ্যাঁ, চলো বদলাই—আজ, এক্ষুনি।
বেলা ফুরাবার আগে
৳ 287.00 ৳ 200.00
পৃষ্ঠা : ১৯২
কভার : পেপারব্যাক
Description
Author
Author
আরিফ আজাদ (Arif Azad)
Publisher
Publisher
সমকালীন প্রকাশন - Somokalin Prokashon
Reviews (0)
Be the first to review “বেলা ফুরাবার আগে” Cancel reply
Reviews
There are no reviews yet.