আর বলুন, ‘সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে; ‘নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল’। (আল কুরআন: ১৭: ৮১)
.
আরজ আলী মাতুব্বর, বাংলার নাস্তিককুলের মহা-সম্মানের আসনে আসীন এই আপাত অক্ষরজ্ঞানহীন অবিশ্বাসীর মধ্যে সত্যের আলো যেমন প্রবেশ করেনি, তেমনি তিনি তার অল্প জ্ঞানকে পুঁজি করে প্রশ্নের ঝুড়ি সাজিয়ে বসেছেন প্রচলিত ধর্মব্যাবস্থার বিরুদ্ধে। কিন্তু তার তীরের প্রধানতম লক্ষ্যবস্তুই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলাম। তার প্রশ্ন করার মানসিকতাকে সাধুবাদ। কেননা প্রশ্ন করা থেকেই তো শুরু হয় জানার। কিন্তু ভুল ছিল তার প্রশ্ন, ভুল তার প্রশ্ন-পদ্ধতিও। ভুল প্রশ্ন ও প্রশ্ন-পদ্ধতি তাকে ঠেলে দিয়েছে মিথ্যার এক অন্ধকার জগতে।
.
স্বভাবতই আরজ আলীর চিন্তাধারা হাজারো মানুষকে প্রভাবিত করেছে। তৈরী হয়েছে অসংখ্য ভক্তের। তার ক্ষুদ্র জ্ঞান ও চিন্তার সীমাবদ্ধতা দ্বারা প্রভাবিত হয়েছে তারই মতো মূর্খ ও জ্ঞানপাপীরা। নাস্তিকতার বীজ থেকে জন্মেছে আরও হাজারটা আরজ আলী। তাদের প্রচার আর দীক্ষায় দীক্ষিত হচ্ছে আরও হাজারজন। ভুল প্রশ্ন ও যুক্তি-তর্কে প্রমাণ করতে চাইছে এক ভুল ও অজ্ঞতাপ্রসূত তাত্ত্বিক ধ্যান-ধারণা।
.
আরজ আলীর ঠুনকো প্রশ্ন নিমিষে গুড়িয়ে দিয়ে সত্যকে সামনে আনার প্রয়াস থেকে আরিফ আজাদের কলম চলেছে শক্তিশালী বুলেটের মতো। ‘আরজ আলী সমীপে’ বইয়ে কুরআন, সুন্নাহ আর যুক্তির আঘাতে ধূলিসাৎ হয়েছে স্রষ্টা, আত্মা, ভাগ্যসহ এরকম কঠিনতর বিষয়ে আরজ আলীর দুর্বল মাতুব্বরি। আঁধারের বুক চিরে সত্যের আলো দেখা দেবেই, দূর করবে ঘোর অমানিশা, এটাই তো নিয়তি। দুহাতে চোখ ঢেকে কি সূর্যের আলো রোধ করা যায়?
.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা বানি ইসরাইলের ৮১ নম্বর আয়াতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঘোষণা করতে বলছেন— ‘সত্য এসেছে ও মিথ্যা বিলুপ্ত হয়েছে; ‘নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল’। সত্যের ধর্মই মিথ্যাকে দূরীভূত করা। তাই আরজ আলীদের মিথ্যা যুক্তি ও তর্কের খাতিরে করা প্রশ্ন আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো দিশাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা রাখে না। যেখানে স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেই চান সত্য প্রতিষ্ঠিত হোক, সেখানে মিথ্যা যুক্তি-তর্কে জিতে যেতে পারে কোন সে ছার?
আরজ আলী সমীপে
৳ 250.00 ৳ 155.00
Description
Author
Author
আরিফ আজাদ (Arif Azad)
Publisher
Publisher
সমকালীন প্রকাশন - Somokalin Prokashon
Reviews (0)
Be the first to review “আরজ আলী সমীপে” Cancel reply
Reviews
There are no reviews yet.