সায়্যিদ কুতুব শহীদ (রাহিমাহুল্লাহ) বলেছিলেন, ‘‘আমাদের কথাগুলো তখনই হবে প্রাণবন্ত, যখন নিজেরা এগুলোর উপর থাকব অটল-অবিচল।’’
.
‘জীবনের ওপারে’ বইটি পড়ার পর বুঝতে পারছি, কেন পূর্বসূরিদের কথাগুলো এভাবে মনকে নাড়িয়ে যায়। কারণ তারা যা লিখতেন, তাতে নিজেরাও অবিচল থাকতেন। বইটি পড়ে ইমাম ইশবিলি (রাহ.)-কে প্রিয় মানুষদের কাতারে নিয়ে নিয়েছি। যেভাবে তিনি মৃত্যুর ব্যাপারে আলোচনা করেছেন, তা এককথায় অনবদ্য। একাধিকবার শরীরকে শিহরিত করেছে। একজন লেখকের স্বার্থকতা তো এটাই যে, তিনি তার পাঠকের হৃদয় স্পর্শ করতে পারেন।
.
এমন একটি কিতাব খুব করে চাচ্ছিলাম, যার বর্ণনাভঙ্গি হবে হৃদয়ছোঁয়া; যা মনকে নাড়িয়ে দেবে এবং উদাসীন অন্তরে বারুদ জ্বালিয়ে দেবে। আল্লাহ্ চাহেতো সেই শূন্যতাটা ‘জীবনের ওপারে’ বইটি পূর্ণ করবে। অনুবাদককে আল্লাহ্ উত্তম প্রতিদান দিন—কী চমৎকারভাবে তিনি আরবি থেকে ভাষান্তর করলেন! মনে হচ্ছিলো, কোনো মৌলিক বই পড়ছি।
.
বইটিতে মৃত্যুকালীন অবস্থাগুলো, কবরের জীবন, কিয়ামতের দিনের বিভীষিকা, হাশরের মাঠের ভয়াবহ অবস্থা, জান্নাত ও জাহান্নামের বর্ণনা—এককথায় পুরো আখিরাতের জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। যা একরাশ মুগ্ধতা নিয়ে পড়েছি। আন্দালুসের শেষ সময়কার রত্ন ইশবিলি (রাহ.) তাঁর এই বইতে কুরআন ও হাদিসের পাশাপাশি বিপুল পরিমাণে সালাফে সালেহিনের কাহিনি ও উক্তির সন্নিবেশ ঘটিয়েছেন। তিনি বইটিতে খুব দরদ দিয়ে নসিহত করেছেন, যা হৃদয়ে গভীর রেখাপাত করে।
জীবনের ওপারে
লেখক : ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
লেখক : ইমাম আবু মুহাম্মাদ আব্দুল হক আল-ইশবিলি রহ
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
Reviews
There are no reviews yet.