রাসূলের চোখে দুনিয়া
দুনিয়ার জীবন গ্রীষ্মকালীন সফরের খানিক বিরতির চেয়ে বেশি কিছু নয়............
আব্দুল্লাহ (রদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলািইহি ওয়া সাল্লাম) একটি মাদুরে ঘুমিয়েছিলেন-যার ফলে তাঁর পার্শ্বদেশে মাদুরের ছাপ লেগে গিয়েছিল। আমরা বললাম, হে আল্লাহর রাসূল আপনি কি আমাদেরকে অনুমতি দেবেন না যে আমরা আপনার নিচে এর চেয়ে অধিক কোমল কিছু বিছিয়ে দেই? জবাবে তিনি বললেন, 'এ দুনিয়ার সাথে আমার কী সম্পর্ক? এ দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো এমন এক অশ্বারোহীর ন্যায় যে প্রচন্ড গরমের একদিন ভ্রমণে বের হয়ে একপর্যায়ে একটি গাছের নীচে ঈষৎ নিদ্রা গেল, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল।'
[কিতাবুয যুহ্দ বা রাসূলের চোখে দুনিয়া, হাদীস নং ৬৪]
দুনিয়ার সাথে আমাদের সত্যিকার সম্পর্ক কতটুকু রাখা প্রয়োজন? এই দুনিয়ার সাথে কতটুকু সখ্যতা গড়ে তুললে আমাদেরে আখিরাতের জীবন নষ্ট হবে না। আর আমাদের প্রিয় নাবি কারীম (সল্লাল্লাহু আলািইহি ওয়া সাল্লাম) এই দুনিয়াকে কিভাবে দেখেছেন? জানতে হলে পড়ুন ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহিমাহুল্লাহ) এর অন্যতম সেরা উপহার কিতাবুয যুহ্দ । এখনই সময় সঠিক দৃষ্টিভঙ্গি গড়ার।
বইঃ #রাসূলের চোখে দুনিয়া
(কিতাবুয যুহদ গ্রন্থের অনুবাদ)
লেখকঃ ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)
প্রকাশনাঃ মাকতাবাতুল বায়ান