কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
পর্দা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কুরআন মজীদের কয়েকটি সূরায় পর্দা-সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। পর্দার বিষয়ে আল্লাহ তাআলা সকল শ্রেণীর ঈমানদার নারী-পুরুষকে সম্বোধন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন তিনি যেন তাঁর স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে চাদর দ্বারা নিজেদেরকে আবৃত রাখার আদেশ দেন। কিছু আয়াতে উম্মুল মুমিনীনদেরকেও সম্বোধন করেছেন, কোনো কোনো আয়াতে সাহাবায়ে কেরামকেও সম্বোধন করা হয়েছে। মোটকথা, কুরআন মজীদ অত্যন্ত গুরুত্বের সাথে মুসলিম নারী ও পুরুষের জন্য পর্দার বিধান দান করেছে। এটি শরীয়তের একটি ফরয বিধান। এ বিধানের প্রতি সমর্পিত থাকা ঈমানের দাবি।
মু‘আয ইবনু আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَـنْ تَـرَكَ اللِّـبَاسَ تَـوَاضُـعًا لِلَّهِ وَهُـوَ يَـقْدِرُ عَلَيْهِ دَعَـاهُ اللَّهُ يَـوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْـخَـلائِـقِ حَـتَّى يُـخَـيِّـرَهُ مِنْ أَيِّ حُـلَـلِ الإِيـمَانِ شَاءَ يَـلْـبَـسُـهَا
“যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ের উদ্দেশ্যে, সাধ্য ও ক্ষমতা থাকা সত্ত্বেও (দামি) পোশাক পরিত্যাগ করে, মহিমাময় আল্লাহ কিয়ামতের দিন তাকে সকল সৃষ্টির সামনে ডাকবেন এবং ঈমানদারদের জান্নাতী পোশাক-পরিচ্ছদের মধ্য থেকে যে পোশাক সে চাইবে তা বেছে নিয়ে পরিধান করার এখতিয়ার তাকে প্রদান করবেন।” হাদীসটি সহীহ।
তিরমিযী, আস-সুনান ৪/৬৫০; হাকিম, আল-মুসতাদরাক ৪/২০৪।
বইঃকুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
লেখকঃ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর