ফুটন্ত ফুলের আসর
কথায় আছে নাসিহার চেয়ে নজির ভালো। উপদেশের চেয়ে দৃ্ষ্টান্তই আমাদের হৃদয়ে বেশি প্রভাব ফেলে। তাই গল্পে গল্পে হৃদয়ের উর্বর ভূমিতে বিশুদ্ধ আকিদা-বিশ্বাস ও ইমান-আমলের বীজ গেঁড়ে দেয়ার পদ্ধতিটি যেমন অনেক প্রাচীন, তেমনি পরীক্ষিত ও কার্যকরও। ‘ফুটন্ত ফুলের আসর’ বইটি ভাষা ও সাহিত্যের মোড়কে এমনই একটি সুন্দর প্রয়াস।
বিশুদ্ধ হাদিসভাণ্ডার থেকে চয়িত দিকনির্দেশনামূলক একগুচ্ছ উপদেশ, রাসুলুল্লাহ সিরাহ থেকে সংগৃহীত কয়েক পশলা আলো, সাহাবাদের জীবন-কানন থেকে আহরিত কতিপয় অনুপ্রেরণা, সোনালি যুগের ঝলমলে কিছু দৃশ্য, সালাফের অভিজ্ঞতা সিঞ্চিত কয়েক ফালি নাসিহা এবং ইসলামের বিস্তৃত ইতিহাস থেকে চাঞ্চল্যকর কিছু সত্য ঘটনা দিয়েই নির্মিত হয়েছে ‘ফুটন্ত ফুলের আসর’ নামের এই ছোট্ট উপহার।
পাঠক ভাইয়েরা এতে ভাষা ও সাহিত্যের নির্মল স্বাদ যেমন পাবেন, তেমনি পাবেন ইমান ও আমলের অনুপ্রেরণা। আর জীবন ও জগতের স্বরূপ উদঘাটনেও বইটি বিপুলভাবে সাহায্য করবে। কোথাও ছোট কোথাও মাঝারি কোথাও বড় গল্পগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস ...
-
বই : ফুটন্ত ফুলের আসর
সংকলন : হাবীবুল্লাহ মিসবাহ
সম্পাদনা : আমীমুল ইহসান
পৃষ্ঠা সংখ্যা : ১৯৬
ধরণ: হার্ডকভার (ছোট সাইজ)