Asr al shooq
Click Image for Gallery
Asr al shooq এর উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো- এই সুগন্ধী কেউ ব্যবহার করলে শত মানুষের ভীড়ে ও তাকে খুঁজে পাওয়া যায়। Woody বা উষ্ণ কাঠ-কাঠালির ঘ্রাণ সমৃদ্ধ এই সুগন্ধী তীক্ষ্ম ভ্যানিলা এবং চকোলেট এর মাঝামাঝি ঘ্রান দিয়ে শুরুতে অভ্যর্থনা জানাবে, এরপর আগরের রাজকীয় ঘ্রাণ আর আম্বারের মোহিতকরণ যাদু অরিয়েন্টাল একটা সুবাশ দিয়ে যাবে। আর বেইজ নোট এর বর্ননা দেয়া এই পারফিউমের জন্যই অবমাননাকর কারন তীব্র গরমেও এর স্থায়িত্ব প্রায় ৫ ঘন্টা। আর স্নিগ্ধ বিকেল যদি এটি ব্যবহার করা হয় তবে ৮ ঘন্টা নিশ্চিত সজিব রাখে