Abiyad Al-Oud
Click Image for Gallery
পৃথিবীতে ওউদ এর জনপ্রিয়তার পেছনে এর ঐশ্বরিক একটা বলয়কেই দায়ী করা যায়। আগর গাছ এবং এর কান্ড-শাখা প্রশাখায় সম্পুর্ন প্রাকৃতিক ভাবে কিছু রস জমা হয় যা নির্দিষ্ট প্রক্রিয়ায় পরে সংগ্রহ করা হয়। আর তাই এর ব্যবহারকারীরা ওউদ এর ঐশ্বরিক ঘ্রান নাকে নেওয়ার পর অন্য সব পারফিউমকে ছুড়েই ফেলে দেয় !
Oud Al- Abiyad হলো ওউদ এর এই মোহনীয় ঘ্রাণকে আপন করে নেয়ার একটা খুটি। প্রাকৃতিক ওউদ এর মতো করে ল্যাবরেটরিতে এই পারফিউম তৈরী হয়েছে, যা ওউদ এর নির্যাসকে বেইজ নোট পর্যন্ত নিয়ে যায় সত্যিকার ঊষ্ণতায়। Oriental ফ্রেগ্রেন্স বলতে যা বোঝায় Oud Al- Abiyad হলো ঠিক তাই। এর টপ নোটে গোলাপ এবং ফ্রুটি নোট কাঠ পোড়া ঘ্রাণের সাথে মিশেছে। মিডেল নোটে এসে তা আগর গাছের ঊষ্ণতা এবং খানিকটা ভ্যানিলার স্রোতে গা -ভাসিয়েছে; অনেকটা মৌচাকের মধুর মিষ্টতার মতো। বেইজ নোটে সেই চির চেনা ওউদ এর কৃত্রিম নির্যাস এবং মেশক এর আচড় এর আভিজাত্যকে তুলে এনেছে একটি অসাধারন মর্যাদায়।
এই পারফিউম নিয়ে বর্ননা লিখাও এর মর্যাদার পরিপন্থি। নিশ্চিত লোকেরা আপনার পার্শ্ব অতিক্রম করতে গিয়ে ঈর্ষার অনলে জ্বলবে।
Oud Al- Abiyad হলো ওউদ এর এই মোহনীয় ঘ্রাণকে আপন করে নেয়ার একটা খুটি। প্রাকৃতিক ওউদ এর মতো করে ল্যাবরেটরিতে এই পারফিউম তৈরী হয়েছে, যা ওউদ এর নির্যাসকে বেইজ নোট পর্যন্ত নিয়ে যায় সত্যিকার ঊষ্ণতায়। Oriental ফ্রেগ্রেন্স বলতে যা বোঝায় Oud Al- Abiyad হলো ঠিক তাই। এর টপ নোটে গোলাপ এবং ফ্রুটি নোট কাঠ পোড়া ঘ্রাণের সাথে মিশেছে। মিডেল নোটে এসে তা আগর গাছের ঊষ্ণতা এবং খানিকটা ভ্যানিলার স্রোতে গা -ভাসিয়েছে; অনেকটা মৌচাকের মধুর মিষ্টতার মতো। বেইজ নোটে সেই চির চেনা ওউদ এর কৃত্রিম নির্যাস এবং মেশক এর আচড় এর আভিজাত্যকে তুলে এনেছে একটি অসাধারন মর্যাদায়।
এই পারফিউম নিয়ে বর্ননা লিখাও এর মর্যাদার পরিপন্থি। নিশ্চিত লোকেরা আপনার পার্শ্ব অতিক্রম করতে গিয়ে ঈর্ষার অনলে জ্বলবে।